ইতালিতে Decreto Flussi 2015 বা সিজনাল ভিসার অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে!! এবং ৫ই মে ২০১৫ সকাল ৯টা থেকে ফর্ম পূরণ করার জন্য খুলে দেওয়া হয়েছে ইতালির সরকারি মিনিস্তেরো দেল্লে ইন্তেরনোর অফিসিয়াল ওয়েবসাইট। অনেকেই বরাবরের মতো ইতিমধ্যে তাদের আবেদন অনলাইনে পূরণ করে অপেক্ষা করছেন।